Jobs Details

সিনিয়র লার্নিং ম্যানেজার


Reference Number: ৩৭.০১.৪১০৪.০০৮.১১.০০৫.১৯

Educational Qualifications and Experiences

  • সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষা (এডুকেশন)/আইসিটি ইন এডুকেশন/আইটি/কম্পিউটার সায়েন্স/বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী ২য় শ্রেণীর স্নাতক(সম্মান) ডিগ্রি থাকতে হবে অথবা কম্পিউটার বিষয় এর উপর ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রিসহ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (মুডল)মেইন্টেনেন্স অথবা ওয়েবসাইট ডিজাইন ও মেইন্টেনেন্স কাজে ৪(চার)বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ওপেন সোর্স লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (মুডল/সমপর্যায়ের সফটওয়ার),ই-লার্নিং কন্টেন্ট ডিজাইন,অনলাইন শিক্ষা,বিশ্ববিদ্যালয় অটোমেশন,দুরশিখন বিষয়ে উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
  • শিক্ষা জীবনের কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

Conditions

  • আগ্রহী প্রার্থীদের আগামী ০৫-০৪-২০২০ তারিখ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটঃ https://jobs.bdu.ac.bd/ এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। উক্ত Online Application Form ও নিয়োগ বিজ্ঞপ্তি ১৪-০৩-২০২০ রাত ১২.০০ থেকে বর্ণিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
  • চাকুরীরত প্রার্থীদেরকে তাদের স্ব স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে সকল পরীক্ষা পাসের সার্টিফিকেট ও মার্কশীট, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/ জাতীয়তা সনদপত্র, চাকুরীরত হলে কর্তৃপক্ষের অনুমতিপত্র এর কপি User ID ও Password দিয়ে Login করে Online Application Form এর নির্ধারিত অংশে সংযুক্ত করতে হবে। কোন প্রকার হার্ডকপি পাঠানোর প্রয়োজন নেই।
  • আবেদন করার শেষ তারিখে (০৫-০৪-২০২০) প্রার্থীদের বয়স সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে উল্লেখিত বয়সসীমার মধ্যে হতে হবে।
  • প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষার তারিখ এসএমএস ও বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এ সকল পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।
  • সাক্ষাৎকারের সময় সকল মূল সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে।
  • অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।
  • প্রার্থীদের আবেদনের সকল তথ্য সঠিকভাবে পূরণ করে অনলাইনে ১ থেকে ৩ ক্রমিক পদের জন্য ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা, ৪ থেকে ৭ ক্রমিক পদের জন্য ১০০০/- (একহাজার) টাকা, ৮ ও ৯ ক্রমিক পদের জন্য ৭০০/- (সাতশত) টাকা, ১০নং ক্রমিক পদের জন্য ৫০০ (পাঁচশত) টাকা জমা দিতে হবে। (পেমেন্ট নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটঃ https://jobs.bdu.ac.bd/ এ পাওয়া যাবে) ।
  • আভ্যন্তরীন প্রার্থীদের ক্ষেত্রে বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা শিথিলযোগ্য।
  • সরকারি নিয়মানুযায়ী যাবতীয় কোটাবিধি সংরক্ষণ করা হবে।
  • বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন কারন দর্শানো ব্যতিরেকে যেকোন আবেদনপত্র গ্রহন বা বর্জন এবং নিয়োগ কার্যক্রমের আংশিক/ সম্পূর্ন পরিবর্তন / বাতিল এবং পদের সংখ্যা হ্রাস / বৃদ্ধির ক্ষমতা সংরক্ষন করে।
  • নিয়গের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে।
  • বিদেশী বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) হতে ইস্যুকৃত সমমানের সনদ মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দাখিল করতে হবে।
  • জিপিএ / সিজিপিএ-তে ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিভাগ / শ্রেনী নির্ধারনের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় / ইউজিসি কর্তৃক জারিকৃত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন / পরিপত্র অনুসরণ করা হবে। পরীক্ষার ফল প্রকাশ হয়নি এমন প্রার্থীদের আবেদনপত্র বিবেচিত হবে না।
  • চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট সম্পন্ন করে যোগদান করতে হবে।
  • কোন প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোন তথ্য মিথ্যা প্রমানিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থ গ্রহণ করা হবে।

Application Deadline

30 May 2020

Job Summary

Published on: 15 March 2020
Vacancy : 1
Job Nature : Full-Time
Application Deadline : 30 May 2020